মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ছয়টি বছর কেটে গেল জবা

ছয়টি বছর কেটে গেল জবা
ছয় ছয়টে বছর সেই দিনের রাত্রের পর
সেই অঝোরের রাত, অবৃষ্টির রাত ,আবদ্ধ রাত এবং নিয়ন আলোর রাত...
সত্যিই কত সহজ ছিল রাতটা সবার কাছে, তাই না ?
তোমার কাছেও তাই ছিল
শেষ রাতেই গিয়ে বুঝেছিলাম
শহর তখন রাতের থালা গুলো মেজে ঘুমোতে যাবে
কারো কারো বেস্ততা মুঠোফোনের মুখোবইতে
আর অন্য দিকে কি বোকা ছিলাম না আমি ?
শুধু তোমাকে পাইনি বলে শিমুল তুলোর বালিশ, গদি ছেড়ে ফুটপাতে চটের বস্তা পেতে শুয়ে কেঁদেছিলাম
অবশিষ্ট কুড়ি টাকার নোট দিয়ে ৪টে সিগারেট কিনে কাঁদতে বসেছিলাম
জবা
তুমি তখন তোমার বাড়িতে জন্মদিনের উপহারে আনন্দিত
সন্ধ্যা আহারে নানা আয়োজন এবং সেইদিনই নাকি সারাদিন আমি খালি পেটে শহরের একপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়ে গেছি
শুধু তুমি আমাকে প্রেমিক করে রাখলে না বলে
জবা !
তার পরে আর কথা হয় নি আমাদের
শুধু মনে আছে তোমার শেষ কন্ঠস্বর
"ফিরতে পারবনা আমি, তবে তুমি যদি আজও ভালোবাসো, আর আমাকে ভাল রাখতে চাও তাহলে বাড়ি ফিরে যাও । "
ফিরে এসেছিলাম জবা...
ভালোবাসার প্রমান দিতেই তোমার না ভালোবাসাকে বুকের মধ্যে জাপটে ধরে ফুপিয়ে ফুপিয়ে ফিরে এসেছিলাম ।
আজ তুমি বেশ নাম করেছো জগতে
প্রেমিকও তোমার বাস্তবিক সফল
তুমি লিখেছ এক জায়গায় "পুরুষ তুমি তত দিন প্রেমিক নও, যতদিন আমি তোমার জন্য কাঁদবো না। "
জবা, কি ভীষণ সত্যি লিখে ফেলেছগো তুমি
সত্যিইতো আমি তো প্রেমিক হতে পারিনি জবা
রোদে পুড়ে মৃত্যুকে রোজ কাছ থেকে ডেকেও তোমার সব টুকুকের গভীরে গিয়েও ভালোবেসেও তোমার কান্নার কারন হতে পারিনি
আমি সব করেও, সব পেরেও, সব করেও তোমার প্রেমিক হতে পারিনি
আজ ছয়টে বছর পার হয়ে গেছে
তোমার সামনে গিয়ে না ভেঙ্গে পরে দাঁড়ানোর সাহস করেছি জবা
কোন ভনিতা কোন চোখের জল ছাড়াই একটা প্রশ্ন করবার বুকের পাটা যোগার করেছি জবা
দেখা করবে ? ৫ মিনিট জবা, একটা প্রশ্ন শুধু একটা একটা প্রশ্ন
কি এমন হত যদি সেদিন রাত্রে মিথ্যে করেই বলতে "ভালোবাসি, তাই ফিরে এসো "
আমি কি খুব বেশি জালাতন করতাম পরের সকালে ?
নাকি মিথ্যে বলার জন্য তোমাকে আবার প্রেমিকা হতে হত এমন এক জনের যে তোমার প্রেমিক হতে পারে নি ?
সেদিন রাতে মিথ্যে বলতে পারতে জবা
মিথ্যে বললে আজ হয়তো আমিও তোমার মতই আর একটা প্রেম করার সাহস পেতাম
আমিও কারোর কান্নার কারন হবার সাহস করতাম জবা ।